উপজলা শিক্ষা অফিস প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন একটি সেবামূলক প্রতিষ্ঠান। ১৯৮৩ সালে উপজেলা পরিষদ প্রতিষ্ঠিত হওয়ার পর পরিষদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হয়ে আসছে। উপেজলার শিক্ষা অফিসের আওতাধীণ ২১৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২৮টি কিন্ডার গার্টেন, এনজিও পরিচালিত বিদ্যালয় ১৫০টি এবং এবতেদায়ী মাদরাসা ১৫টি বিদ্যালয় সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে আসছে। উপজেলায় দায়িত্বপ্রাপ্ত একজন উপজেলা শিক্ষা অফিসার, ৬ জন সহকারী উপজেলা শিক্ষা অফিসার, একজন উচ্চমান সহকারী, ২জন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও একজন এমএলএসএস কর্মরত রয়েছে। শিক্ষা অফিসের আওতাধীন প্রায় ১ হাজার প্রশিক্ষিত শিক্ষকদ্বারা অত্র উপজেলার শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। উপজেলা শিক্ষা অফিসের আওতাধীন বিদ্যালয় সমূহের ২০১২ সালে সমাপনী পরীক্ষায় ফলাফল ৯৮%। ২০১৩ সালে জরিপকৃত শিক্ষার্থী ৫০৯৪৪ জন এবং শতভাগ শিক্ষার্থীকে বিদ্যালয়ে আনায়ন সম্ভব হয়েছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে জাতীয় পর্যায়ে লক্ষ্য অর্জনে পলাশবাড়ী উপজেলা শিক্ষা বিভাগ গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস